top of page
fzaman.jpg

আজকের কবিতা

ফরিদুজ্জামান

sikor logo 1.png

সাগর বিলাস

 

ফরিদুজ্জামান

 

সমুদ্র আজ সাহসী করেছে মুক্ত বাতাস স্বাধীনতা দানে

আমি করি নাতো কোনো আহাজারী মনের শান্তি জল আহ্বানে।

আত্মার সাথে কথা বলি আমি গর্জনে শুনি প্রেম আবাহন

আমি তাকে মানি বিরাট মহান আনন্দ ভবে জীবন বাহন।

যেখানে আকাশ স্পর্শ করেছে অতল সাগরে পৃথিবীর শুরু

ভীরুর খোলস ভেঙেছে সাহস থেমে গেছে সব বুক দূরু দূরু।

রোদের ভেতর শত সুখরেণু পেয়েছি যে আমি সমুদ্র স্নানে

দিগ্বিজয়ীর অভিযাত্রীর তেজ ফুটে ওঠে দরিয়ার গানে।

 ভালবাসি জল ভালবাসি রোদ এইতো জীবন অনুভবে জাগে

বিনা ভ্রমণে কি বীরত্ববোধ জেগে ওঠে বুকে সিন্ধুর রাগে?

যুক্ত থেকে এ পৃথিবীর সাথে পেতে চাই অমরত্বের সুধা।

স্বর্গ চাই না হাসি-কান্নার নীল যমুনার কাছে তা বেহুদা।

সাধ ও সাধ্য চৌকাঠে ক্ষমা চাই অবিরাম সুখ-পরিহাস

তাইতো আমার রক্তে নেচেছে মহাকাল পিঠে সাগর বিলাস।

bottom of page